Sunday, May 5, 2024
Homeময়নাগুড়িউৎসশ্রী প্রকল্পে শিক্ষক বদলি, শিক্ষক শূন্য স্কুল। বিক্ষোভ পড়ুয়াদের

উৎসশ্রী প্রকল্পে শিক্ষক বদলি, শিক্ষক শূন্য স্কুল। বিক্ষোভ পড়ুয়াদের

রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম গঞ্জের স্কুলগুলি থেকে ক্রমশই শিক্ষক বদলির ঘটনা নতুন নয়। আর সেই ঘটনা ঘটলো হেলাপাকড়ি পদমতি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার স্কুল শিক্ষক বদলির বিরুদ্ধে পথে নামলো স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা। এদিন সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের অভিযোগ, বিভিন্ন অছিলায় স্কুল থেকে উৎসশ্রী প্রকল্পের মধ্য দিয়ে শিক্ষক বদলি হচ্ছে। ফলে ক্রমশই স্কুলে শিক্ষক শূন্য হয়ে পড়েছে। যাতে করে সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। এইভাবে সমস্ত স্কুল শিক্ষকরা যদি গ্রামাঞ্চলের স্কুলগুলি থেকে শহরাঞ্চলের দিকে ছুটেন তাহলে গ্রামগঞ্জের স্কুলগুলির শিক্ষাব্যবস্থা ক্রমশই ভেঙে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, করণা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে পড়েছে। এরপর স্কুল খুলতেই গরমের ছুটি। ফলে পড়াশোনা অনেকটাই পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এদিকে গরমের ছুটি কাটিয়ে উঠতেই স্কুল থেকে ক্রমশ শিক্ষক বদলি হয়ে যাচ্ছে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। শুক্রবারে এই দাবিতে অভিভাবক এবং পড়ুয়া সকলে একত্রিত হয়ে সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা উচচমাধ্যমিক স্কুল পরিদর্শক বালিকা গোলে বলেন,”স্কুলে শিক্ষক কম রয়েছে।ইতিমধ্যেই সেই স্কুলে আমাদের প্রতিনিধি গিয়েছে এবং কথা বলেছে। বিষয়টি আমরা দেখছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments