Monday, April 29, 2024
Homeকোচবিহারপদ্মশ্রী সম্মান হাতে পেলেন কামতাপুরী ভাষাচর্চার অন্যতম প্রধান পথিকৃত ধর্ম নারায়ন বর্মা

পদ্মশ্রী সম্মান হাতে পেলেন কামতাপুরী ভাষাচর্চার অন্যতম প্রধান পথিকৃত ধর্ম নারায়ন বর্মা

পদ্মশ্রী হাতে পেলেন ধর্ম নারায়ন বর্মা

পদ্মশ্রী সম্মান হাতে পেলেন কামতাপুরী ভাষাচর্চার অন্যতম প্রধান পথিকৃত ধর্ম নারায়ন বর্মা। বয়সের ভারে প্রায় শয্যাশায়ী উত্তরবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী পদ্মশ্রীতে নিতে দিল্লি যেতে পারবেন না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিলেন তার পরিবার। কিন্তু জীবিত থাকলে পদ্মশ্রী প্রাপক ছাড়া যেমন অন্য কাউকে দেওয়ার নিয়ম নেই। তেমনি বাড়িতে বয়ে বয়ে দিয়ে আসার অতীত নজির নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই অপারগতা জানিয়ে চুপ করে বসে থাকায় 86 বছর বয়সী ধর্ম নারায়ণের বাড়িতে আজ পদ্মশ্রী সম্মান তুলে দিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমার শাসক রোহণ লক্ষীকান্ত যোশী ও তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু। শেষ বয়সে পদ্মশ্রী সম্মান হাতে পাওয়ায় খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে গোটা তুফানগঞ্জ বাসি। কোচবিহার জেলার বক্সীরহাট থানার হরিপুর গ্রামের বাসিন্দা ধর্ম নারায়ন বর্মন। আজ পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে খুশির খবর। দল-মত-নির্বিশেষে উত্তর বঙ্গবাসীর বিশ্বাস করেন এই সম্মান পাওয়ার যোগ্য মানুষ অতীতে তুফানগঞ্জ এন এম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। কামতাপুরী ভাষা স্বীকৃতির দাবিতে তিনি জীবনভর আন্দোলন করেছেন। যুক্তি দিয়ে বুঝিয়েছেন কেন এই ভাষায় আলাদা মর্যাদা পাওয়া উচিত। বিশিষ্ট ভাষাবিদের সামনে কামতাপুরী বাংলার উপভাষা নয় বলেও সওয়াল করেছেন। বরং আলাদা ভাষার যোগ্যতা প্রমাণ করতে তিনি কামতাপুরী ব্যাকরণ রচনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments