Friday, May 3, 2024
Homeকোচবিহারনিশীথ প্রামাণিক কোচবিহারের লজ্জা, বললেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক

নিশীথ প্রামাণিক কোচবিহারের লজ্জা, বললেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক

কোচবিহার: সাংবাদিক সম্মেলন করে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে করা ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার নামে সোনার দোকানে ডাকাতির মামলা রয়েছে। কোচবিহার তথা ভারতবর্ষের মানুষের কাছে এটি লজ্জার বিষয়। তাই আজ থেকে প্রত্যেকটি ব্লকে ব্লকে নিশীথ প্রামানিক এর পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে পথসভা করা হবে। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিশিত প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি এলাকায় দুইটি জোড়া সভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ র আহবানে একটি পথসভা এবং সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়ার আহবানে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। দুই জায়গা থেকে নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবী জানায় তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুইটি সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার জেলা দায়রা আদালত। ঘটনার পর থেকেই সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। কোচবিহারের সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পাশাপাশি সাংসদ এবং মন্ত্রিত্ব থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments