Monday, April 29, 2024
Homeউত্তর ২৪ পরগনানিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ও ব্রিজ তৈরির অভিযোগ। উত্তর ২৪ পরগনার তাল...

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ও ব্রিজ তৈরির অভিযোগ। উত্তর ২৪ পরগনার তাল খোলায় বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের তাল খোলা গ্রামে চৈতি নদীর উপর গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের উদ্যোগে একটি ব্রীজ এবং বেলটা থেকে রাজাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা সম্প্রীতি তৈরি হয়েছে। তাল খোলা গ্রামবাসীদের অভিযোগ দিন পনেরো আগে গ্রামের একমাত্র সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ সেতুটি দুপাশে ফাটল ধরেছে৷ উচ্চতা অনেক কম। দুপাশের রাস্তা বসে গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা ও ব্রিজ, এই
অভিযোগে আজ পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ করল গোপালনগর থানার পাল্লা পঞ্চায়েতের তালখোলা গ্রামের বাসিন্দারা।
গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিত বালা জানিয়েছেন যদি কোন রকম দুর্নীতি এখানে হয়ে থাকে তাহলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাইট-২)(স্থানীয় বাসিন্দা)
বাইট-৩) নিশিত বালা (পঞ্চায়েত প্রধান পাল্লা গ্রাম পঞ্চায়েত)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments