Friday, May 3, 2024
Homeরাজ্যদোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের অন্ডকোষে জমেছে পুঁজ, ফুসফুসে জল।

দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের অন্ডকোষে জমেছে পুঁজ, ফুসফুসে জল।

শ্বাসকষ্ট ছাড়াও নতুন উপসর্গ ধরা পড়েছে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের শরীরে। হাসপাতাল সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতির দুটি অণ্ডকোষেই সংক্রমণ ধরা পড়েছে। জমেছে পুঁজ। এখনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত না নিলেও অণ্ডকোষে সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড।

দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে তার একটি অস্ত্রোপচার হয়েছিল এসএসকেএমে। এমনকি স্লিপ অ্যাপনিয়াতে অর্থাৎ অনিদ্রা জনিত অসুখও রয়েছে তাঁর।  ৬ এপ্রিল শ্বাসকষ্ট শুরু হলে আবারও এসএসকেএমে ভরতি হন অনুব্রত।

হাসপাতালে ভরতি হওয়ার পরেই সাত সদস্যের মেডিক্যাল দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একাধিক রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করে দেখে।  খতিয়ে দেখা হয় ফুসফুসের অবস্থাও। হাসপাতাল সূত্রের খবর, অনুব্রতর ফুসফুসের রিপোর্ট খুব একটা ভাল আসেনি। এখনও জল জমে রয়েছে তাঁর ফুসফুসে। অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

৬ মিনিটস ওয়াক টেস্টেও দেখা গিয়েছে ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। একাধিক সমস্যার সঙ্গে সঙ্গে এদিনের রিপোর্টে ধরা পড়ে নয়া উপসর্গই। জানা যায়, অনুব্রত মণ্ডলের দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমে রয়েছে। ফলে, অনুব্রতকে নিয়ে বেশ খানিকটা উদ্বিগ্নে রয়েছে চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন আট সদস্যের মেডিকেল বোর্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments