Friday, March 29, 2024
Homeআবহাওয়াকলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। চলতি সপ্তাহে কলকাতায় কালবৈশাখী হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।  দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে আগামী ৪৮থেকে ৭২ ঘণ্টা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষা এসে গিয়েছে। আন্দামান সাগর পেরিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের অনেকটা অংশে ঢুকে পড়েছে। পরিস্থিতি অনুকূল আগামী কয়েকদিন ধীরে ধীরে এগোবে বর্ষা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments