Friday, April 26, 2024
Homeদিনহাটাদিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে ডিএম অফিস অভিযান

দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে ডিএম অফিস অভিযান

কোচবিহার:
আজ দিনহাটা ২ নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপনের দাবিতে কোচবিহার শহরে মিছিল করে ডিএম অফিস অভিযান করে এসএফআই-ডিওয়াইএফআই ও দিনহাটা ২ নং ব্লক কলেজ স্থাপনের দাবিতে তৈরি সমন্বয় কমিটি।এদিন প্রথমে কোচবিহার রাসমেলার মাঠ থেকে মিছিল শুরু হয়ে কোচবিহার শহর পরিক্রমা করে ডিএম অফিসে এসে পৌঁছায়।এরপর সেখানে কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই এর কর্মী-সমর্থকেরা।এরপর এক প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের সাথে দেখা করে তাদের স্বারকলিপি তুলে দেন।প্রতিনিধি দলে ছিলেন কলেজ স্থাপনের দাবিতে তৈরি সমন্বয় কমিটির আহবায়ক শুভ্রালোক দাস,যুগ্ম আহ্বায়ক সাহেদ আলী,মানস বর্মন ও ডিওয়াইএফআই জেলা সম্পাদক শম্ভু চৌধুরী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ্রালোক দাস জানান, আমরা বিগত কয়েক বছর থেকে কলেজের দাবিতে আন্দোলন করে আসছি আমাদের আন্দোলনের চাপে সরকার ঘোষণা করে কলেজ স্থাপন হবে এই মত কলেজ তৈরির জন্যে জমিও চিহ্নিত হয় কিন্তু পরে কোন এক অজ্ঞাত কারণে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে কলেজ স্থাপনের কাজ বন্ধ করে দেয়।আমরা এরপর বিডিও,এসডিও কে ডেপুটেশন দেই,অবস্থান,সই সংগ্রহ,মিছিল সংঘঠিত করি কিন্তু কলেজে নিয়ে সরকার কোন সদর্থক ভূমিকা নেয়নি। তাই আজ আমরা কোচবিহারে জেলা শাসকের সাথে দেখা করে আমাদের দাবি তুলে ধরলাম,আগামী ১৫ দিনের মধ্যে কোন সদর্থক ভূমিকা না নিলে আমরা এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের স্বার্থে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments