Monday, May 6, 2024
Homeকোচবিহারদিনহাটার নাজিরহাট সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি

দিনহাটার নাজিরহাট সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি

নিজস্ব সংবাদদাতা:

জানা যায় শুক্রবার 17 জুন রাতে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় গারলঝোড়া ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে পারাপার করার সময় বিএসএফ 129 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয় 3 বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। একই পরিবারের স্বামী স্ত্রী এবং ছেলে 3জনকে ভারত বাংলাদেশ সীমান্তে পারাপারের সময় বিএসএফ আটক করে। আটক হওয়া ওই তিন বাংলাদেশি নাগরিকদের নাম মহম্মদ রফিকুল ইসলাম বয়স 46,মল্লিকা বেগম বয়স 40,মুকুল হোসেন বয়স 18, তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত বাসের ভিটা গ্রামে, এমনটাই BSF সূত্রে জানানো হয়েছে। এদিন তাদের আটক করার পর গতকাল রাতেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে ওই 3জন কে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় এবং প্রতিনিয়ত বিএসএফের কড়া নজরদারির মধ্যেও চোরাচালানকারীদের অবৈধ পাচার চলছে। যদিও মাঝেমধ্যেই ধরা পড়ছে। তেমনি গতকাল শুক্রবার রাতেও এক অভিযানে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয়। সীমান্তে আরও করা প্রহরা চলবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments