Thursday, April 25, 2024
Homeদিনহাটাবিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটায় রক্তদান শিবিরের আয়োজন SFI/DYFI এর

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটায় রক্তদান শিবিরের আয়োজন SFI/DYFI এর

ভয়াবহ রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছরও আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা শহরে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা আঞ্চলিক/লোকাল কমিটির উদ্যোগে।এই রক্তদান শিবিরের পূর্বে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে পয়লা মে থেকে ৭ই মে পর্যন্ত থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনাতামূলক প্রচার অভিযান করা হয় দিনহাটা শহর ও শহরতলি এলাকায়।

আজ নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে এই রক্তদান শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড: অজয় মন্ডল, ড: নির্মল্য মন্ডল,বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার,বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ,জয়ন্ত অধিকারী, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রবীর পাল,দেবাশিস দেব,এসএফআই দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ সাহা,সভাপতি সৌভিক দে,জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য টুটুল সরকার,জেলা কমিটির সদস্য শুভজিৎ দাস,ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, ডিওয়াইএফআই নেতৃত্ব সোহম চক্রবর্ত্তী,সৌরভ সরকার,অনিকেশ বর্মন,কৌশিক রায় সহ অন্যান্যরা।আজকের এই শিবিরে ৫ জন যুবতী রক্তদাতা সহ মোট ৫১ জন রক্তদান করেন।

সংগঠণের তরফে সুস্থ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে গাছের চারা ও রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।ডিওয়াইএফআই নেতৃত্ব শুভ্রালোক দাস জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির করলাম ও বিগত সাতদিন ধরে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতা মূলক প্রচার অভিযান চলেছে।শুধু আজকের এই শিবির নয় ধারাবাহিক ভাবে আমরা সারা বছর রোগীদের প্রয়োজনে রক্তদান করে থাকি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments