Tuesday, April 30, 2024
Homeময়নাগুড়িখবরের জের, হুঁশ ফিরলো ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের

খবরের জের, হুঁশ ফিরলো ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের

ময়নাগুড়ি, ৮ জানুয়ারি : ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য দফতর চিকিৎসকের অভাবে তালা বন্ধের খবর প্রকাশিত হতেই হুঁশ ফিরলো আধিকারিকের। শনিবার ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক নিজে এসে তালা খুলে বসে রইলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকেই বন্ধ ছিল ময়নাগুড়ি ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। যার জেরে স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের পোষ্য পশু এনে হয়রানির শিকার হয়েছেন অনেক মালিক। আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই শনিবার ময়নাগুড়ি ব্লক লাইভ স্টক ডেভলপমেন্ট অফিসার কোন্দা মুর্মু নিজে এসে তালা খুললেন। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক এবং ফার্মাসিস্ট দুজনেই ছুটিতে আছেন। ফলে চিকিৎসক এবং ফার্মাসিস্ট না থাকায় অফিস দু দিন বন্ধ ছিলো। শনিবার প্রাণী স্বাস্থ্য কেন্দ্র বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ময়নাগুড়ি ব্লক লাইভ স্টক ডেভলপমেন্ট অফিসার কোন্দা মুর্মু নিজে অফিসে আসেন। এমনকি নিজেই তালা খুলে বসে থাকেন। যেহেতু শনিবার অর্ধেক বেলা অফিস তাই নির্দিষ্ট সময় পার হলে তিনি চলে যান। এদিন অফিসে এসে ময়নাগুড়ি ব্লক লাইভ স্টক ডেভলপমেন্ট অফিসার কোন্দা মুর্মু বলেন, " এই বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই অবস্থায় ভোটপট্টিতে যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানকার চিকিৎসক তিনদিন এখানে বসবেন, বাকি কয়দিন আমি নিজেই পরিষেবা দেব। আর যতদিন আমাদের এখানকার চিকিৎসক না আসবেন তত দিন এইভাবেই পরিষেবা দেওয়া হবে।" একজন আধিকারিক হয়েও চিকিৎসক এর অনুপস্থিতিতে নিজে পরিষেবা দেওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, " আগে আমাদের প্রাণীদের পরিষেবা দেওয়ার কাজ। যেহেতু একজন চিকিৎসক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাই নিজেই পরিষেবা দেওয়ার চেষ্টা করবো।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments