Thursday, May 2, 2024
Homeময়নাগুড়িনিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারিব্যাগের রমরমা ব্যবহার

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারিব্যাগের রমরমা ব্যবহার

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা ব্যবহার ময়নাগুড়ি, ২৪ ফেব্রুয়ারি : সরকারি নির্দেশ অনুযায়ী ৭৫ মাইক্রোন এর নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। সেই বিষয় নিয়ে ময়নাগুড়ি পৌরসভার তরফ থেকে ময়নাগুড়ি নতুন বাজার এবং পুরান বাজারের প্রতিটি দোকানের ব্যবসায়ীদেরকে সচেতন করা হয় এবং এই প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে রমরমিয়ে এখনো চলে যাচ্ছে প্লাস্টিকের ব্যবহার। প্রশাসনের নজর এড়িয়ে ময়নাগুড়ি পুরাতন বাজার নতুন বাজার সহ ময়নাগুড়ির গ্রামীণ এলাকাতেও এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। সরকারি ভাবে প্লাস্টিক নিষিদ্ধ হলেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী । এমনকি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে ময়নাগুড়ি জুড়ে। তবে ব্যবসায়ী সমিতি এই বিষয়ে পুনরায় ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের সচেতন করবেন বলে জানিয়েছেন। পৌরসভার তরফে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments