Monday, May 6, 2024
Homeকোচবিহারকোচবিহারে তৈরি হচ্ছে স্পোর্টস সেন্টার অফ অ্যাক্সিলেন্স! জানালেন নিশীথ প্রামানিক

কোচবিহারে তৈরি হচ্ছে স্পোর্টস সেন্টার অফ অ্যাক্সিলেন্স! জানালেন নিশীথ প্রামানিক

নিউজ ডেস্ক:

কোচবিহারে স্পোর্টস সেন্টার অফ অ্যাক্সিলেন্স গড়ার কথা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক।তিনি মূলত উত্তরবঙ্গের উত্তর – পূর্বাঞ্চলের ছেলেমেয়েদের কথা মাথায় রেখে তার এই উদ্যোগ এর কথা জানান তিনি।যেখানে অ্যাথলিক্স সিন্তেটিকসস ট্রাক,ফুটবল গ্রাউন্ড,হকি, বক্সিং, ভলিবল রেসলিং সহ সমস্ত রকমের খেলাধুলার ব্যবস্থা থাকবে।এছাড়াও আর্চারি থেকে শুরু করে সুইমিং পুল সব তাই থাকবে এখানে এক কথায় মাল্টিপ্লেক্স স্পোর্টস হাপ।তাছাড়াও এই বিল্ডিং এ ৩০০ থেকে ৫০০ বেডের আয়োজন থাকবে ।তাছাড়াও শীত তাপ নিয়ন্ত্রিত হোস্টেল ও থাকবে এখানে।সব থেকে বড় বিষয় ফিজিও থেরাপি এবং স্পোর্টস ইনজুরির ব্যবস্থা থাকবে।

এই করনা পরিস্থিতিতে এই পৌরভোট হওয়া কি প্রয়োজন এই বিষয়ে নিশিত প্রামাণিক জানান,প্রত্যেকটি ওয়ার্ড নির্দিষ্ট শাসক হীনতায় ভুগছে,করো কোনো অসুবিধা হলে নির্দিষ্ট শাসকের অভাবে কেউ সেভাবে সমস্যার কথা বলতে পারে না এই দিকে লক্ষ রেখে এই পৌরভোট টা হওয়া খুবই দরকার প্রায় ২ বছর ধরে এই নির্বাচন হয় না। তবুও অমিক্রম কতটা বিস্তার নেবে তা বলা যাচ্ছে না কিন্তু এই পর্যন্ত অনেকটাই বিস্তার করেছে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments