Sunday, April 28, 2024
HomeBreaking newsকাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট

Yasin Malik-এর সাজা ঘোষণা করল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট। কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত।

যাবজ্জীবন কারাবাস নাকি ফাঁসি? কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার ভাগ্যে কী অপেক্ষা করছিল, তা নিয়ে উদগ্রীব ছিল গোটা দেশ। আদালতে ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল NIA। সাজা ঘোষণার হবে দিল্লির NIA আদালতে। এদিকে, কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার আইনজীবীরা তার যাবজ্জীবন কারাবাসের জন্য সওয়াল করেছিল।

ইয়াসিন মালিকের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু রয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে জম্মু-কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের এই প্রধানের বিরুদ্ধে।

এই সাজা ঘোষণাকে কেন্দ্র করে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের NIA আদালতের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। আদালতে পৌঁছন NIA-এর স্পেশাল বিচারপতি প্রবীন সিং। কড়া পাহাড়ায় রয়েছে দিল্লি পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments