Monday, April 29, 2024
Homeমালদাকালিয়াচকের খেজুরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো পুষ্টি দিবস, উপস্থিত জেলাশাসক

কালিয়াচকের খেজুরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো পুষ্টি দিবস, উপস্থিত জেলাশাসক

শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের নিউ খেজুরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো পুষ্টি দিবস। এই পুষ্টি দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মৃদুল হালদার ছিলেন বৈষ্ণব নগর বিধানসভার বিধায়িকা চন্দনা হালদার সহ অন্যান্য আধিকারিকেরা। সেখানে গর্ভবতী মহিলা দের সাদ ভক্ষন ও শিশুদের অন্নপ্রাশন অনুষ্ঠান। জেলাশাসকের নিজের হাতে শিশুদের অন্নপ্রাশন উপলক্ষে মুখে খাবার তুলে দেন পাশাপাশি গর্ভবতী মহিলাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রস্তুতি দিবস পালন করা হচ্ছে। আজ মালদা জেলার বিভিন্ন ব্লকে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে।অন্যদিকে পুষ্টি দিবস পালিত হলো মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম শিশুর আলোয় প্রাঙ্গণে। পুষ্টি দিবস উপলক্ষে এদিন একজন প্রস্তুতির সাধ ভক্ষণ ও দুইজন শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন খাবার দিয়ে এই সাধভক্ষণ ও অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আশেপাশের বাসিন্দা ও মায়েদের পুষ্টিগুণ সম্পন্ন খাবার সম্পর্কে সচেতন করতেই অঙ্গনারী দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রতিমাসের শেষ শুক্রবার। চলতি মাসের শেষ শুক্রবার এই অনুষ্ঠান আয়োজন করা হলো ইংরেজবাজার ব্লকেরকাজিগ্রাম শিশু আলোয় কেন্দ্রে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার ব্লক অঙ্গনারী আধিকারিক, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্য চৌধুরী সহ অন্যান্যরা।পুষ্টি দিবস পালনের পাশাপাশি স্থানীয় মহিলাদের মধ্যে পুষ্টিকুণ সম্পন্ন খাবারগুলি সম্পর্কেও সচেতন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments