Saturday, April 27, 2024
Homeদিনহাটাকরোনা আবহে এবছরও হচ্ছেনা বামনহাট মাধাইখাল কালিবাড়ির ঐতিহ্যবাহী মেলা

করোনা আবহে এবছরও হচ্ছেনা বামনহাট মাধাইখাল কালিবাড়ির ঐতিহ্যবাহী মেলা

নিজস্ব সংবাদদাতা:

করোনা আবহে এবছরও হচ্ছেনা দিনহাটার সীমান্তবর্তী বামনহাট মাধাইখাল কালিবাড়ির ঐতিহ্যবাহী মেলা। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বামন হাটের ঐতিহ্যবাহী কালী মেলা করোনা আবহের প্রথম ঢেউ থেকে কার্যত বন্ধ হয়ে রয়েছে। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে প্রতিবছরই নিয়ম নিষ্ঠার সাথে কালীপুজো হয়ে থাকে। পাশাপাশি বিরাট মেলার আয়োজন করা হয় কিন্তু গত দুই বছর ধরে তা বন্ধ রয়েছে। এবছর সেই মেলা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে সেই মেলা এ বছর হচ্ছে না।

মন্দির কমিটির সম্পাদক শরৎচন্দ্র বর্মা জানিয়েছেন, যদি প্রশাসনের তরফ থেকে মেলা করার অনুমতি মেলে তবেই মেলা করা হবে তাহলে কোনরকম মেলা করা হবে না বলে তিনি জানিয়ে দেন। তিনি আরো জানান, সাধারণ মানুষের কথা মাথায় সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রতিবছরই দূর-দূরান্ত থেকে বহু মানুষ মাধাইখাল কালীমন্দিরে আসেন পুজো দিতে। এবছরও তার কোনো রকম ব্যতিক্রম হবে না বলে মনে করছে উদ্যোক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments