Monday, April 29, 2024
HomeদিনহাটাDYFI এর ৪১ তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালিত হল দিনহাটা প্রমোদ...

DYFI এর ৪১ তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালিত হল দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে

দিনহাটা:


আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর ৪১ তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালিত হল দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে।সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।পতাকা উত্তোলন করেন DYFI দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI লোকাল কমিটির সম্পাদক শুভ্রালোক দাস,সভাপতি উজ্জ্বল গুহ,লোকাল কমিটির সদস্য টুটুল সরকার,কৌশিক রায়,রুব্বিনা পারভীন ও অন্যান্যরা।


   লড়াই ও আত্মবলিদানের ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়,১৯৮০ সাল ১লা নভেম্বর,লুধিয়ানার কর্তার সিং সারাবা গ্রামে জড়ো হলেন কেরালার KSYF, তামিলনাড়ুর সোশালিস্ট ভালিবার সংগঠন, পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিংদের তৈরি করা নওজওয়ান সভা আর পশ্চিমবঙ্গের দীনেশ মজুমদারদের তৈরি করা DYF’এর নেতারা।শুরু হলো প্রথম সম্মেলন। ৩রা নভেম্বর তৈরি হলো DYFI।ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক শুভ্রালোক দাস বলেন ১৯৮০ সালের ৩রা নভেম্বর প্রথম সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় একটা নতুন ইতিহাস লেখা।তারপরে বয়ে গেছে চারটে দশক।বহু শহীদের রক্তে আরও লাল টুকটুকে হয়েছে সাদা পতাকার লাল তারাটা।সাথেই চলেছে মতাদর্শগত সংগ্রাম। সময়ের সাথে সাথে বন্ধু আর শত্রু চেনার লড়াই।আর আমরা ঠিক পথেই আছি তাই কখনও কমরেড মহম্মদ হক, কখনও কমরেড মইদুল ইসলাম মিদ্যার লাশ বইছি আমরা,আমাদের ইতিহাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments