Saturday, April 27, 2024
Homeখেলাধুলাএমএস ধোনির অভিজ্ঞতা মেন্টর হিসেবে টি-২০ বিশ্বকাপে কাজে লাগবে, বললেন গম্ভীর

এমএস ধোনির অভিজ্ঞতা মেন্টর হিসেবে টি-২০ বিশ্বকাপে কাজে লাগবে, বললেন গম্ভীর

খেলাধুলা:
ক্রিকেট মাঠে বরাবরই একে অপরের প্রতিপক্ষ বলে পরিচিত। সামনাসামনি না হলেও ভিতরে ভিতরে যে একে অপরের সঙ্গে বনিবনা হয় না তা প্রায় সকলেরই জানা। গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি BCCI ধোনিকে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিয়োগ করে। তা নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর।

ধোনির রোটেশন পদ্ধতির সিদ্ধান্তের সবথেকে বড় সমালোচক ছিলেন গম্ভীর। বীরেন্দ্র সেওয়াগ, সচিন তেন্ডুলকর ও গৌতম গম্ভীরের মধ্যে রোটেশন পদ্ধতি গ্রহণ করেছিলেন ধোনি। পরবর্তীকালে এই সিদ্ধান্তের নিন্দা করেছিলেন গম্ভীর। তিনি ও ধোনি, ভারতের এই দুই মহারথী ২০১১ সালে দেশকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। সম্প্রতি একটি সংস্থা তাদের টুইটারে ২০১১ বিশ্বকাপে ধোনির ছয় মারার একটি ছবি শেয়ার করে। এবং ক্যাপশনে লেখে, ‘২০১১ সালের এই দিনে, এই শটটা অনেক ভারতীয়কে আনন্দ দিয়েছিল।’

এই পোস্টের প্রতিবাদ করে গম্ভীর পাল্টার টুইট করেন। লেখেন, ‘মনে রাখবেন, ২০১১ সালের বিশ্বকাপ পুরো দেশ, ভারতীয় দল ও সব সাপোর্ট স্টাফ জিতেছিলেন। একটি ৬ নিয়ে আপনাদের হতাশা দেখা যাচ্ছে।’

ফলে ধোনিকে দলের মেন্টর করার পর নেটিজেনরা অপেক্ষা করেছিলেন গম্ভীরের বক্তব্য নিয়ে। তিনি কোনও কড়া প্রতিক্রিয়া দেন কিনা তা জানতে চাইছিলেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে BCCI-এর সিদ্ধান্তের প্রশংসা করেন গম্ভীর। তিনি বলেন, ‘এমএস ধোনির অভিজ্ঞতা ও চাপ সামলানোর অভিজ্ঞতা মেন্টর হিসেবে টি-২০ বিশ্বকাপে দলের তরুণদের অনেক কাজে লাগবে।’
তবে গম্ভীরের এই বক্তব্য মন থেকে নয় বলে মনে করছেন অনেকে। টুইটারে কেউ কেউ মজা করে বা কেউ সিরিয়াস হয়ে বলছেন, গম্ভীর যা বলেছেন তা মন থেকে নয়।

তবে BCCI-এর এই সিদ্ধান্তের প্রশংসা করছেন সুনীল গাভাস্কর। তিনি মনে করেন, মেন্টর হিসেবে ধোনির অন্তর্ভুক্তি দলের জন্য খুব লাভজনক। বিশেষ করে ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবদের মত নতুনদের জন্য যাদের উপর অনেক কিছু নির্ভর করছে। ধোনি আগেও নতুনদের নিয়ে কাজ করেছে। পাশাপাশি রবি শাস্ত্রীর সঙ্গে ধোনির কাজ করার আগের অভিজ্ঞতাও কাজে লাগবে বলে মনে করেন গাভাস্কর।

কিন্তু ধোনির মেন্টর হিসেবে যোগ দেওয়া কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান অনেকেই। কারণ ইতিমধ্যে BCCI-এর অ্যাপেক্স কমিটিতে ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য। তাঁর অভিযোগ অনুযায়ী, ধোনি CSK-র অধিনায়ক আবার ভারতীয় দলের মেন্টর। এটা লোধা কমিশনের নিয়মের বিরুদ্ধে। কমিশনের নিয়ম অনুযায়ী একব্যক্তি একটির বেশি পদে থাকতে পারবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments