Monday, April 29, 2024
Homeময়নাগুড়িএকি কাণ্ড! তৃণমূল প্রার্থীর পাট ক্ষেত নষ্ট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

একি কাণ্ড! তৃণমূল প্রার্থীর পাট ক্ষেত নষ্ট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ময়নাগুড়ি, ৩ জুলাই : তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর পাট ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ গ্রাম পঞ্চায়েতের ১৬/২৫০ নং বুথের ছোবার বাড়ি এলাকায়। ঘটনায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এলাকায়। সোমবার ঘটনা জানাজানি হতেই তৃণমূলের তরফে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, গতকাল রবিবার গ্রামে বুথ মিছিল বের করে বিজেপির প্রার্থী । সেইসময় তারা তৃণমূল প্রার্থী শান্ত বসাকের আধা বিঘা জমির পাট গাছ নষ্ট করে দেয় বলে অভিযোগ। যার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তৃণমূলের ওই প্রার্থী শান্ত বসাক। এদিন সকালে ঘটনাটি জানাজানি হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পরে ভোটপট্টি সংলগ্ন ছোবার বাড়ি এলাকায়। শাসক শিবির ঘটনাটি ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন। এদিন সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল জব্বার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "এলাকায় তৃণমূল প্রার্থীর প্রভাব বেশি, সবাই তৃণমূলের পক্ষে। তাই পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে না হয় সেজন্য বিজেপি প্রার্থী অসীম রায় এই সব কাজ করছেন। আমরা চুপ থাকবো না। আমরা প্রসাশনের দ্বারস্থ হবো। এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানাবো।" যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিজেপি। তাদের দাবি, রবিবারের বিজেপির বুথ মিছিলে যে সংখ্যক মানুষ ছিলেন তা দেখে ভয় পেয়েছে তৃণমূল। ফলে মন গড়া কাহিনী তৈরি করে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা চলছে। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মণ্ডল সাধারণ সম্পাদক পুষ্পজিত নন্দ বলেন," আমরা শান্তিপ্রিয় ভোট প্রক্রিয়া চাই। তৃণমূল অশৃঙ্খলা তৈরি করছে। গত কালকে ওই বুথে কয়েকশ কর্মিদের নিয়ে মিছিল করি। এত লোকের মিছিল দেখে অনেক তৃণমূল কর্মী আমাদের মিছিলে যোগ দেয়। আমাদের উপর যা অভিযোগ করে করুক, মানুষ ব্যালট বাক্সে উত্তর দেবে। তাছাড়া, জঙ্গল কাটার অভ্যাস আমাদের নেই ওটা তৃণমূল ভালো জানে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments