Wednesday, May 1, 2024
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ার:: নির্দল,সিপিএমকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি

আলিপুরদুয়ার:: নির্দল,সিপিএমকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি

নির্দল,সিপিএম কে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। ঘটনা মাদারীহাট ব্লকের রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে। মঙ্গলবার বোর্ড গঠনে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।রাজ্য রাজনীতিতে এবার বিজেপি ও সিপি আই এম এক ছাতার তলায়।
এখানে উল্লেখ্য রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে ২৩ টি আসন।তৃনমূল ১০ টি,বিজেপি ১০ টি,সিপি আই এম ২ টি এবং নির্দল ১ টি নির্দল।আজ বোর্ড গঠনে ভেতরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়।বোর্ড গঠন হতেই লেগে যায় চার ঘন্টা।
প্রধান নির্বাচিত হন নির্দলের বাবলী রুসদা এবং উপপ্রধান হন বিজেপির তনুশ্রী বর্মন।
এদিন বোর্ড গঠনের পর নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য দের নিয়ে বিজয় মিছিলে অংশ নেন বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা। মনোজ বাবু বলেন,মানুষ টি এমসি র বিরুদ্ধে ভোট দিয়েছে।গত পাঁচ বছরে ওরা কিছু করেনি।আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করেছি।তাকে প্রধান করা হয়েছে।অনেক প্রলোভন, ভয় দেখিয়েছে।কিন্তু সাধারন মানুষ চাইছে তৃনমূল কে সরাতে।বিজেপি কে সঙ্গে নিয়ে বোর্ড? এ প্রশ্নে
সিপি আই এম শাখা সম্পাদক নান্টু সূত্রধর বলেন আমরা বিজেপি তৃনমূল থেকে সমদূরত্ব বজায় রাখি।আমরা নির্দল প্রার্থীর নাম প্রধানের জন্য সমর্থন করেছি।
এদিন বিজয় মিছিলে দেখা গেল সিপিএম বিজেপি নির্দলের পতাকা একসঙ্গে। যদিও এই বোর্ড গঠন প্রসঙ্গকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবির।

জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন রাম এবং বাম তফাৎ শুধু একটা বিন্দু। এদের মধ্যে জোটবদ্ধতা দেনা পাওনা এটা আছে। বাম নিজেরা শূন্য হয়ে বিজেপিকে বাড়তে সাহায্য করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments