Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ারে সিপিআইএম প্রার্থীর পোস্টারের ছবিতে গোবর

আলিপুরদুয়ারে সিপিআইএম প্রার্থীর পোস্টারের ছবিতে গোবর

আলিপুরদুয়ার:
সিপিআইএম প্রার্থীর পোস্টারের ছবির মুখে গোবর লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলো আলিপুরদুয়ার পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। জানা গেছে স্থানীয়রা এবং কর্মী-সমর্থকদের চোখে হঠাৎ করেই ধরা পড়ে আলীপুরদুয়ার 12 নাম্বার ওয়ার্ডের প্রার্থী সৌরিশ দাশগুপ্তের প্রচারের একটি পোষ্টারের ছবিতে গোবর লাগানো। পরে বিষয়টি জানাজানি হতেই সেখানে ছুটে আসেন প্রার্থী এবং সিপিআইএম কর্মীরাও। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এ বিষয়টি মোটেও ঠিক হয়নি বলে জানান স্থানীয়রা। প্রার্থী সৌরিশ দাশগুপ্তের পিতা 30 বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সম্মানীয় ওই ব্যক্তির ছবিও ছিল ওই পোস্টারে। তার মুখেও লাগিয়ে দেওয়া হয়েছে গোবর। এই ঘটনায় অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। প্রার্থী সৌরিশ দাশগুপ্ত বলেন, দোষীরা যাতে শাস্তি পায় তার আবেদন জানাবো। শাসক দলের মদদপুষ্ট দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছি। একদম ঠিক হয়নি এমন কাজ। আমার বাবা একজন সম্মানীয় মানুষ ছিলেন, এবার আমি এই ওয়ার্ড এর প্রার্থী। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে।

অপরদিকে এই বিষয়টি নিয়ে 12 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপ্ত চ্যাটার্জী বলেন, শাসকদলের বিরুদ্ধে যেটা অভিযোগ তা ঠিক নয়। আমি কি করেছি নাকি? এমনটা মনে হয়?? এটা সঠিক রাজনীতি নয়, তবে যারা এটা করেছেন তা একদম ঠিক হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments