Thursday, April 25, 2024
Homeআন্তর্জাতিকরানীর মৃত্যুতে ব্রিটেনে বদলে যাচ্ছে জাতীয় সংগীত থেকে কয়েন

রানীর মৃত্যুতে ব্রিটেনে বদলে যাচ্ছে জাতীয় সংগীত থেকে কয়েন

৭০ বছর ধরে রাজকীয় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ  (Queen Elizabeth Death)। বৃহস্পতিবার রানির মৃত্যুতে  শোকস্তব্ধ ব্রিটেন। কারেন্সি থেকে শুরু করে পাসপোর্ট, যুদ্ধের পোশাক সবকিছুতেই রয়েছে রানির  (Queen Elizabeth II) প্রতীক বা ছবি।রানির মৃত্যুর পর থেকেই ব্রিটেনের অনেক কিছুই পালটে যেতে চলেছে। এবার বদলে যেতে চলেছে ব্রিটেনের কয়েন থেকে শুরু করে জাতীয় সংগীত।

ব্রিটিশ রাজপরিবারের রীতি অনুযায়ী, এই জিনিসগুলিতে প্রতীকী হিসেবে থাকে বর্তমান রাজা বা রানির নাম। ব্রিটেনের যে কারেন্সি রয়েছে তাতে নোট এবং কয়েনে রানির মুখের প্রতিচ্ছবি রয়েছে। এবার রানির প্রয়াণের পর রাজার মুখের প্রতিচ্ছবি দিয়ে নতুন নোট ও কয়েন আনা হবে। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনে রানি সিংহাসনে থাকায় এতদিন কোনও বদল আসেনি। কিন্তু এবার তাঁর মৃত্যুতে রাজা হচ্ছেন তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস। ফলে একাধিক জিনিসের বদল হতে চলেছে। সূত্রের খবর, যে যে নোট বা কয়েনে রানির মুখ রয়েছে এবং  বাজারে  চলছে সেগুলি ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। বদলে নোট বা কয়েনে আনা হচ্ছে প্রিন্স চার্লসের মুখ।

এতদিন পর্যন্ত ব্রিটিশ জাতীয় সঙ্গীত গাওয়া হত রানির সম্মানের কথা মাথায় রেখে। গানের মধ্যে কয়েকটি জায়গায় রানির কথা বলা হয়েছে।  লেখা হবে নতুন গান।  তবে এবার তা বদলে নতুন রাজার কথা মাথায় রেখে তৈরি করা হবে। ১৯৫২ সালে শেষবার রাজা পঞ্চম জর্জের জন্য জাতীয় সংগীত রচনা হয়েছিল। পঞ্চম জর্জ ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা। তাঁর মারা যাওয়ার পর  মাঝের এই দীর্ঘ সময় ৭০ বছর ধরে রাজত্ব সামলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments