Monday, April 29, 2024
HomeBreaking newsআজ মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মমতা, বিকেল চারটায় রাজভবনে শপথ

আজ মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মমতা, বিকেল চারটায় রাজভবনে শপথ

আজ, বুধবার রদবদল হবে রাজ্য মন্ত্রিসভার। আজ বিকেল চারটেয় রাজভবনে শপথ নেবেন কয়েকজন নতুন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই রদবদলের কথা জানিয়ে দিয়েছিলেন। তবে কারা মন্ত্রী হচ্ছেন, তা জানাননি তিনি। মমতা শুধু বলেছিলেন, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর অনেকগুলি দপ্তর তাঁর নিজের হাতেই রয়েছে। সেই দায়িত্ব সামলাতে নতুন পাঁচ-ছ’জনকে মন্ত্রিসভায় আনা হবে। আর বর্তমান মন্ত্রিসভা থেকে চার-পাঁচজনকে দলের কাজে ব্যবহার করা হবে। রাজ্য মন্ত্রিসভায় ৪৪ জন সদস্যের মধ্যে আপাতত তিনটি আসন শূন্য রয়েছে।

কারা নতুন মন্ত্রী হবেন এবং কাদের দলের কাজে নিয়ে আসা হবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। নবান্ন সূত্রে খবর, কয়েকজন বিধায়ককে আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে মুখ্যসচিবের অফিস থেকে। এই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এবং হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁরা ফোন পাওয়ার কথা স্বীকারও করেছেন। এ ছাড়াও উত্তর ২৪ পরগনার পার্থ ভৌমিক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কোচবিহারের উদয়ন গুহ, হরিশচন্দ্রপুরের তাজমুল হোসেন, উত্তর দিনাজপুরের সত্যজিত বর্মনের মতো বেশ কয়েকজনের নাম নিয়েও জল্পনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments