Friday, May 3, 2024
Homeউত্তরবঙ্গআজ কোচবিহার এবং জলপাইগুড়িতে মমতার জোড়া সভা

আজ কোচবিহার এবং জলপাইগুড়িতে মমতার জোড়া সভা

নিউজ ডেস্ক:

আজ নজর থাকবে কোচবিহারবাসিকে কি বার্তা দেন মমতা? অন্যদিকে মোদীও

জোড়া জনসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ! ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো আসন দখলের ক্ষেত্রে তত বেশি তৎপর হয়ে উঠছে। দেশ জুড়ে সপ্তম দফায় ভোট , বাংলাতেও হচ্ছে সাত দফায়। ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গে। এবার এই উত্তরবঙ্গ টার্গেট করে আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল জোড়া জনসভা হতে চলেছে শাসক দলের পক্ষ থেকে। সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা কোচবিহারে। তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে মাথাভাঙ্গা গুমানীর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে হতে চলেছে। সময় বেলা ১২টা । অন্য দিকে দ্বিতীয় জনসভা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে হতে চলেছে জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে, মাল। সময় দুপুর ১.৩০। এমন কি এই একই দিনে জনসভার উদ্দেশ্যে কোচবিহারে আসতে চলেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে তুঙ্গে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃনমূল দল এই আসনে দখল করেছিল। কিন্তু ২০১৯ সালে এই আসন হারায় তারা। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন। এবার পাঁচ বছর পর সেই আসন দখলের যুদ্ধে মাটি কামড়ে ধরার চেষ্টায় রয়েছে তৃণমূল। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জয়ী হবে ? তা অপেক্ষমান !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments