Sunday, April 28, 2024
Homeরাজনীতিঅর্জুনের যাওয়া আসাতে বিজেপির কোনও সমস্যা হবে না: দিলীপ ঘোষ

অর্জুনের যাওয়া আসাতে বিজেপির কোনও সমস্যা হবে না: দিলীপ ঘোষ

কিছু মানুষ ক্ষমতার সঙ্গে থাকতে চান। যেখানে ক্ষমতা, যেখানে পুলিস সেখানেই সেই লোকগুলো থাকেন। অর্জুন সিংয়ের তৃণমূল ওয়াপসির পরই এভাবে কটাক্ষ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে যাঁদের দেখে অর্জুন বিজেপিতে এসেছিলেন তাঁরা এখনও বিজেপিতে আছেন। আসলে অর্জুন সিং বিজেপিতে ছিলেন নাকি ছিলেন না সেটাই আমরা এতদিন বুঝতে পারিনি।

দিলীপ ঘোষের সভাপতিত্বকালেই তৃণমূল ছেড়েছিলেন ভাটপাড়ার সিংহ। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকেও লোকসভায় পৌঁছেছিলেন। বিজেপির সঙ্গে মধুচন্দ্রিমা যেন অচিরেই কাটতে শুরু করে অর্জুনের। অবশেষে সুসম্পর্কের ছেদ ঘটিয়ে তৃণমূলে ফিরলেন ভাটপাড়ার ‘বেতাজ’ বাদশা। সেদিনই অর্জুনকে কটাক্ষ বিজেপির।

সবচেয়ে আশ্চর্য অর্জুন সম্পর্কে বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে আনা হল দিলীপ ঘোষকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো প্রথম শ্রেনির রাজনৈতিক নেতাদের এদিন দেখা গেল না। কেন বিজেপি দিলীপ ঘোষকে দিয়ে সাংবাদিক সম্মেলন করাল সে প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়া অমুলক।

কিন্তু দিলীপ যা বললেন তাঁর মোদ্দা কথা বিজেপিতে আসার পর থেকেই নাকি অর্জুনের উপর চাপ বাড়ছিল। পুলিস প্রশাসন দিয়ে ভয় দেখানো হচ্ছিল। আর ক্ষমতার কাছাকাছি থাকতে চাওয়া অর্জুন সিংও চাইতেন রাজ্যের ক্ষমতাকে আঁকড়ে থাকতে। দিলীপের দাবি, অর্জুনের যাওয়া আসাতে বিজেপির কোনও সমস্যা হবে না। কারণ বিজেপি কোনও ব্যক্তিকেন্দ্রিক দল নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments