Thursday, April 25, 2024
Homeব্যাবসা-বাণিজ্যগৃহঋণের উপর সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাঙ্ক

গৃহঋণের উপর সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাঙ্ক

গৃহঋণের উপর সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাঙ্ক।

শনিবার গৃহঋণের উপর ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি৷ এর অর্থ, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি ও গাড়ি কিনলে আগের থেকে বেশি টাকা সুদ দিতে হবে৷ সোমবার থেকে নয়া হারে সুদ কার্যকর হবে বলে জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক৷

আরবিআইয়ের রেপো রেট বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়ানোর তোড়জোর শুরু করেছে৷ গত বুধবার আচমকা রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ করে৷ রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়িয়ে দেয়৷ এর সুবিধা-অসুবিধা দুটোই আছে৷ রেপো রেট বাড়ার সুবিধা হল, ব্যাঙ্কে গচ্ছিত স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়ে৷ এতে উপকৃত হন এক শ্রেণির গ্রাহক৷ আবার যারা ঋণ নিয়ে গাড়ি-বাড়ি কেনেন তাঁদের উপর বাড়তি সুদের বোঝা চাপে৷ আগের চেয়ে বেশি টাকা সুদ দিতে হয়৷ তাই রেপো রেট বাড়লে অসুবিধায় পড়েন তাঁরা৷ এর আগে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা ঋণের উপর সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বাড়ায়৷

দেশের অর্থনীতিতে লাগামছাড়া মূল্যবৃদ্ধি সামাল দিতে রেপো রেট বাড়ানোর পথে হাঁটে আরবিআই৷ আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দামবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সরাসরি এসে পড়েছে ভারতের অর্থনীতিতে৷ তার জেরে দাম বেড়েছে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের৷ আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস বুধবারের সাংবাদিক সম্মেলনে দেশের মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক পরিস্থিতিকেই দায়ী করেন৷ তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় আরবিআই৷ এর আগে টানা দু’বছর অপরিবর্তিত ছিল রেপো রেট৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments