Tuesday, April 30, 2024
Homeময়নাগুড়িঅরণ্য সপ্তাহ পালিত হলো রথের হাট উচ্চ বিদ্যালয়ে

অরণ্য সপ্তাহ পালিত হলো রথের হাট উচ্চ বিদ্যালয়ে

ময়নাগুড়ি: ১৪ ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যে পালিত হল বনমহোৎসব। আর এই অরণ্য উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার ময়নাগুড়ির রথেরহাট উচ্চ বিদ্যালয়ে পালিত হল অরণ্য সপ্তাহ। এদিন অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অরণ্য বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। এতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়াও এদিন প্রায় ২০০০ চারা গাছ বন দফতরের সমাজ ভিত্তিক বন সৃজন রেঞ্জ এর পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে প্রদান করা হয়। সেই চারা গাছ গুলি ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হয়। এমনকি স্কুলের পরিবেশ সবুজ ও সতেজ রাখতে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় এদিন। দিন দিন যেভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে এবং নতুন বৃক্ষরোপনের চাহিদা কমছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্কুল শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষের অভাবে যেভাবে দিনকে দিন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফল মানুষকেই ভোগ করতে হবে বলেও জানান স্কুল শিক্ষকরা । এই বিষয়ে রথেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্যোতিরাম রায় বলেন,"দিন দিন গরমের দাপট বাড়ছে যার মূল কারণ গাছ। যেভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে গাছ কাটা হচ্ছে সেভাবে নতুন চারা গাছ রোপন করা হয় না। তাই আমরা অরণ্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের চারা গাছ বিতরণ এবং স্কুল চত্বরে চারা গাছ রোপন করা হলো।" এই বিষয়ে সমাজভিত্তিক বনসৃজন রেঞ্জের রেঞ্জার কিশলয় বিকাশ দে বলেন,"প্রত্যেক বছরই বনমহোৎসব উপলক্ষে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরকে চারা গাছ তাদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি। আমাদের লক্ষ্য বৃক্ষরোপণ করে গাছের চাহিদা পূরণ করে পৃথিবীকে সবুজ ও সতেজ করে তোলা।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments