Saturday, April 27, 2024
HomeBreaking newsহাওড়া স্টেশন থেকে উদ্ধার রাশি রাশি নগদ অর্থ

হাওড়া স্টেশন থেকে উদ্ধার রাশি রাশি নগদ অর্থ

ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার রাশি রাশি নগদ অর্থ। অর্থের হিসাব দিতে না পারায় দু’জন ব্যক্তিকে আটক করেছে RPF। ধৃত দুজনকেই শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, দু দফায় মোট ৩২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে।

GRP সূত্রে জানা গিয়েছে, একই দিনে দু’দফায় হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গতকাল হাওড়া স্টেশনে RPF-এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে নয় নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিধান চন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ কুড়ি লাখ টাকা। এরপর আরও এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে পাওয়া যায় ১২ লাখ আশি হাজার টাকা।

দু’জনেই এই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতা কাস্টমস শুল্ক দফতরের হাতে। উল্লেখ্য, শিয়ালদা, হাওড়া সহ ব্যস্ততম রেল স্টেশন গুলিতে বেআইনি মাল পাচার রুখতে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে GRP।

সেই ব্যক্তির কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে ওই পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।মূলত ভিন রাজ্য থেকে পাচারের উদ্দেশে হাওড়া স্টেশনকে ব্যবহার করে পাচারকারীরা।

হাওড়া থেকে রেলপথে বিভিন্ন রাজ্যে পাচারের মাল পৌঁছে দেওয়ার ছক কষা হয়। সেই কারণে প্রতি নিয়ত স্টেশন গুলিতে কড়া নজরদারি চালায় RPF জওয়ানরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments