Friday, April 26, 2024
Homeশিলিগুড়িবয়সের জন্যই জেলা কমিটির পদ থেকে বাদ পড়লেন প্রবীণ CPIM নেতা অশোক...

বয়সের জন্যই জেলা কমিটির পদ থেকে বাদ পড়লেন প্রবীণ CPIM নেতা অশোক ভট্টাচার্য

নিউজ ডেস্ক:

বাধা হয়ে গেল বয়স! বয়সের জন্যই জেলা কমিটির পদ থেকে বাদ পড়লেন প্রবীণ CPIM নেতা ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। দার্জিলিং জেলা বামফ্রন্টের নব-নির্বাচিত কমিটি থেকে বাদ পড়েছেন তিনি। তবে আমন্ত্রিত সদস্য হিসাবে জেলা কমিটিতে থাকছেন অশোক ভট্টাচার্য। অন্যদিকে, বামফ্রন্টের দার্জিলিং জেলার সম্পাদকেরও বদল ঘটেছে। নতুন সম্পাদক হয়েছেন সমন পাঠক। এতদিন এই পদে ছিলেন জীবেশ সরকার।

প্রায় চার দশক ধরে CPIM-এর জেলা কমিটির সক্রিয় সদস্য থেকে দলের দায়িত্বভার সামলেছেন অশোক ভট্টাচার্য। রাজ্যের পুরমন্ত্রী, বিধায়ক, শিলিগুড়ির মেয়র পদেও ছিলেন তিনি। বলা যায়, তাঁর নেতৃত্বেই সবুজ-ঝড়ের মধ্যেও শিলিগুড়িতে লাল-দুর্গ টিকিয়ে রেখেছিল বামেরা। কিন্তু, এবার বয়ঃসীমা নিয়মের জেরেই জেলা কমিটির পদ থেকে অশোক ভট্টাচার্য বাদ পড়লেন বলে দলের তরফে জানানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, নতুন নিয়ম অনুযায়ী, ৭০ বছর ও তার বেশি বয়সের কাউকে কমিটির সক্রিয় পদে রাখা যাবে না। অশোক ভট্টাচার্য ছাড়াও আরও বেশ কয়েকজন বয়ঃসীমা অতিক্রান্ত করায় তাঁদেরও জেলা কমিটির পদ থেকে সরানো হয়েছে। অশোক ভট্টাচার্য অবশ্য এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি। তবে পদে না থাকার ইঙ্গিত বোধহয় আগেই পেয়েছিলেন। তাই আগেই বর্ষীয়ান নেতা জানিয়েছিলেন, পদে না থাকলেও দলের কাজ করে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments