Saturday, April 27, 2024
Homeশিলিগুড়িঅপহরণের তদন্তে নেমে অনলাইন জুয়ার পর্দাফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

অপহরণের তদন্তে নেমে অনলাইন জুয়ার পর্দাফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি:-

অপহরণের তদন্তে নেমে অনলাইন জুয়ার পর্দাফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।চক্রের মাস্টারমাইন্ড সহ গ্রেফতার করা হলো ১৭জন চক্রের সদস্যকে।পুলিশ জানিয়েছে অপহরণের অভিনয় করে অবৈধ জুয়ার আসর জমিয়েছিল বিহারের বাসিন্দা এক যুবক।তদন্তে নেমে ওই আসরে হানা দিয়ে ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ির ডন বস্কো মোড় সংলগ্ন এলাকার একটি আবাসন হানা দিয়ে মোট ১৭জনকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ভক্তিনগর থানার পুলিশ।সোমবার,শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।তিনি জানান,চলতি মাসের ২৩তারিখে পুলিশের কাছে একটি যুবকের অপহরণের অভিযোগ জমা পরে। বিহারের বাসিন্দা ওই যুবক রাকেশ কুমার তার পরিবারের থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চায়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ওই যুবকের বর্তমান লোকেশন শিলিগুড়ির ডন বস্কো মোড় সংলগ্ন একটি আবাসনে।সেইমতো রবিবার রাতে ওই আবাসনে অভিযান চালায় পুলিশ।সেখানে গিয়ে তারা দেখতে পান অনলাইন মাধ্যমে জুয়ার আসর চলছে সেই আবাসনে।সেখান থেকেই মোট ১৭জনকে গ্রেফতার করা হয়।উদ্ধার হল ১৭টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ।তার মধ্যে ১৫জন কম্পিউটারের মধ্য দিয়ে এই অবৈধ কাজ করছিল এবং বাকি দুজন ছিল তাদের কাজের তদারকি করার জন্য।কমিশনার আরও জানান যে যুবকের অপহরণের খবর তাদের কাছে এসেছিল সেই যুবকও এই চক্রের মাথা।ধৃতদের নাম রাকেশ কুমার,ময়ংক শেঠি,হেমন্ত,বিপিন সিং,মোহাম্মদ শাহিদ,অঙ্কিত কুমার,পাপ্পু সিং,দীপক কুমার,বিকি পাটেল,বিকাশ সিং,অঙ্কিত মিশ্রা, অভিমুন্য কুমার,সনু কুমার,সুজিত কুমার, নিবেশ কুমার,চুন্নু কুমার,দীপক কুমার।এদের মধ্যে বিকাশ সিং এমটেকের দ্বিতীয় বছরের ছাত্র এবং অঙ্কিত কুমার বিটেকের এর তৃতীয় বছরের ছাত্র।ধৃতদেরকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে মূল অভিযুক্ত সহ পাচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments