লটারি জিতে কোটিপতি অনুব্রত (Anubrata Mondal)? সোমবার সারাদিন গোটা রাজ্য সরগরম ছিল এই প্রশ্নে। লটারি প্রাপ্তির কথা নিজে মুখে এখনও স্বীকার করেননি বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। কিন্তু, অস্বীকারও করেননি তিনি। সত্যি যদি লটারি পান সেক্ষেত্রে তা দিয়ে কী করবেন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডল।
তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-কে দেওয়া সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি লটারিতে এক কোটি টাকা পেয়েছেন কিনা তা বুঝে উঠতে পারছেন না। তবে যদি নম্বর মিলিয়ে সত্যিই তিনি টাকা পান, সেক্ষেত্রে সেই পুরো টাকাটিই তিনি দান করবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ইতিমধ্যেই লটারি জয়ের খবরটি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে জাগো বাংলা সূত্রে খবর।

সোমবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল দাবি করেছিল, লটারি কেনান নেশা কোনও কালেই অনুব্রত মণ্ডলের ছিল না, নেই। সেক্ষেত্রে কেন কিনেছিলেন তিনি টিকিট। জাগো বাংলা-য় প্রকাশিত খবর অনুযায়ী, অনুব্রত লটারি কেনার নেপথ্যে রয়েছে বিশেষ কাহিনী। একদিন তিনি গাড়ি চালক ও নিরাপত্তা রক্ষীদের থেকে শোনেন সকলেই কমবেশি লটারি টিকিট কেনেন। এরপরেই অনুব্রত মণ্ডল নিছক মজার ছলে তাঁদের বলেন তাঁর জন্য একটি লটারি কিনতে। সেই মতো অনুব্রত মণ্ডলের নামে তাঁরা একটি লটারিও কেনেন। কিন্তু, কেষ্ট যে কোটিপতি হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। এমনকী, লটারির টিকিটটিও নিরাপত্তারক্ষীর কাছেই ছিল বলে জানা গিয়েছে।
সোমবার যখন কোটি টাকার লটারি জয়ের খবর সামনে আসে তখন বিষয়টিতে আমলই দেননি অনুব্রত। কিন্তু, তাঁর কোটি টাকা জয় নিয়ে শুরু হয় তোলপাড়। উল্লেখ্য, Lottrysambadresult.In ওয়েব সাইটে দেখা যায়, কোটি টাকা লটারিতে জিতেছেন এই দাপুটে তৃণমূল নেতা। এই খবরের সত্যতা যাচাই করার জন্য ‘এই সময় ডিজিটাল’-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লটারির বিষয়টি আমার নজরেও এসেছে। কিন্তু, এই নিয়ে কোনও মন্তব্য করব না।’
এদিকে অনুব্রত মণ্ডলের লটারি জয়ের খবর সামনে আসার পরেই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। BJP নেতা সপ্তর্ষি চৌধুরীর অভিযোগ, ‘এটা কি চরাম চরাম এফেক্ট’।