ইডি সূত্রে খবর, বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় দুটি সেক্স টয় খুঁজে পেয়েছেন আধিকারিকরা। ওই ফ্ল্যাটটি অর্পিতার, ফলে ওই সেক্স টয়গুলি কি তিনিই ব্যবহার করতেন? নাকি অন্য কারও যাতায়াত ছিল ওই ফ্ল্যাটে? তা এখনও স্পষ্ট নয়। সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, কে কিনেছিলেন, দামই বা কত, তা এখনও স্পষ্ট না। তবে শুধু সেক্স টয়ই নয়, ফ্ল্যাট থেকে মিলেছে একটি সোনার ও একটি হীরের আংটিও, যার গায়ে খোদাই করা রয়েছে ইংরেজির ‘পি’ অক্ষরটি।