Friday, March 29, 2024
Homeকোচবিহারডিম খিচুড়ির বদলে আলু সেদ্ধ ভাত! দিনহাটায় আইসিডিএস সেন্টারে বিক্ষোভ

ডিম খিচুড়ির বদলে আলু সেদ্ধ ভাত! দিনহাটায় আইসিডিএস সেন্টারে বিক্ষোভ

বাচ্চাদের পুষ্টি সরবরাহ জন্য সরকারের বরাদ্দকৃত ডিম ডাল খিচুড়ি পরিবর্তে জুটছে আলু সেদ্ধ ভাত। যেদিনওবা ডিম জোটে তা অর্ধেক, অভিযোগ করলেই শুনতে হয় কর্মীর নানান হুমকি। আর সেই দুর্নীতির অভিযোগে আজ আইসিডিএস কর্মী ও হেলপারকে আটক করে রাখলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা এক ব্লকের অন্তর্গত ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দন গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্ত ওই আইসিডিএস কর্মী মমেনা বিবি। অভিযোগ তিনি বাচ্চাদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী ঠিকমতো বিতরণ করেন না। এমনকি বাচ্চাদের পুষ্টির জন্য যে ডিম দেওয়া হয় সেটাও তিনি ঠিকঠাক সরবরাহ করেন না। আজকে যখন গ্রামবাসীরা তাদের বাচ্চাকে নিয়ে আইসিডিএস সেন্টারের আসে তখন তারা দেখতে পায় বাচ্চাদের জন্য আজকে শুধুমাত্র আলু সেদ্ধ ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখেই তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত ওই আইসিডিএস কর্মী এবং তার সহযোগীকে আটকে রেখে বিক্ষোভ দেখানো শুরু করে। বিক্ষোভ দেখানোর কিছুক্ষণ পরেই ওই আইসিডিএস কর্মী সেখান থেকে চলে যায়। রঘুনন্দন আইসিডিএস সেন্টারের সহযোগী জিন্নাতারা খাতুন জানান, তিনি শুধুমাত্র সহযোগী। তাকে তার কর্মী যেদিন যে রান্নার অর্ডার করেন তিনি সেটাই করেন। আজকে ডিম না থাকায় শুধু আলু সেদ্ধ করেছিলেন আর গ্রামবাসীরা তা দেখেই ক্ষোভে ফেটে পড়ে। যদিও এই বিষয়ে অভিযুক্ত আইসিডিএস কর্মীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সংবাদমাধ্যমের কথা শুনে এড়িয়ে যান।

দিনহাটা 1 ব্লক আইসিডিএস সুপারভাইজার রেনু রায় ফোনে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে রঘুনন্দন আইসিডিএস সেন্টারের কর্মী গাফিলতির কথা স্বীকার করে নেন। তিনি আরো জানান ওই আইসিডিএস সেন্টার দীর্ঘদিন ধরেই খাদ্য সামগ্রী নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটি বিক্ষোভ রয়েছে কিন্তু অভিযুক্ত সেই কর্মী তাকে কোনভাবেই কিছু জানাননি। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন দ্রুত ঘটনার তদন্ত করে অভিযোগের নিষ্পত্তি করবেন। এবং সেইসঙ্গে পরবর্তীতে বাচ্চাদের যাতে সঠিক পুষ্টি যুক্ত খাদ্য দেওয়া সম্ভব হয় সেদিকে দায়িত্বশীল হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments