জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভলপমেন্ট ফোরামের
পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও সংস্থার সদস্যরা শিশু ক্যান্টিন পরিচালনা করেন জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য তথা জলপাইগুড়ি শহরের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার সৌমেন মণ্ডল। ডাক্তার বাবু সকল শিশুদের অভিভাবকদের করোনা সম্পর্কে সচেতন করেন এবং করোনার তৃতীয় ঢেউ থেকে কেমন করে শিশুদের রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ির মাননীয় স্বাস্থ্য অধিকর্তা এবং হসপিটাল সুপার কে ডেপুটেশন দেওয়া হলো সংস্থার সক্রিয় সদস্যেদের টিকা প্রদান করার জন্য। সংস্থার সভাপতি সৌরভ ভট্টাচার্য্য বলেন যেহেতু আমরা সরাসরি শিশুদের জন্য কাজ করছি, তাই করোনার তৃতীয় ঢেউ এর আগেই সংস্থার সদস্যদের টিকা দেওয়া হয়ে গেলে আমরা নিশ্চিন্ত ভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।
এর পাশাপাশি তিনি জলপাইগুড়ির স্বাস্থ্য প্রশাসন এবং জেলা প্রশাসন যে ভাবে এই আতিমারি কালে নিজেদের দায়িত্ব পালন করছেন, সেই কারণে জেলা প্রশানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজকের এই অনুষ্ঠানে ডাক্তার বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৌরভ ভট্টাচার্য্য, সম্পাদিকা মধুমিতা দাস প্রমুখ।