দিনহাটা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর কনভয়ের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটায়, পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল। দুই মন্ত্রী নিশীথ এবং উদয়ন এর হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। গতকাল রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দিনহাটা সহ কোচবিহার জেলা জুড়ে। নির্বাচনের আগেই রাজ্যের শিরোনামে উঠে আসে দিনহাটা। সেই ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে দিনহাটার উদ্দেশ্যে রওনা হন তিনি।