Thursday, April 25, 2024
HomeBreaking newsপূজোর আগেই সুখবর! প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পূজোর আগেই সুখবর! প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। বিভিন্ন জেলায় প্রায় ৪ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ১১ নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর।

২০১৪ সালের টেটের প্রেক্ষিতে দু’টি নিয়োগপ্রক্রিয়া সংগঠিত হয়। ২০১৬ সালে রাজ্যে ৪২ হাজার শিক্ষক নিয়োগ হয়। আবার ২০২০ সালে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি ছিল, বিভিন্ন জেলায় ৩ হাজার ৯২৯ ফাঁকা পদ পড়েছিল। সম্প্রতি প্রাথমিক সিবিআই, শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রার্থীদের বৈঠক হয়। সেখানেই প্রায় ৪ হাজার শূন্যপদের হদিশ মেলে।

এবার নভেম্বরের ১১ তারিখের মধ্যে সবক’টি পদে নিয়োগে নির্দেশ দিলেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে। স্বাভাবিকভাবেই আদালতের নির্দেশে পুজোর আগে খুশি চাকরিপ্রার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments