Tuesday, April 30, 2024
HomeBreaking newsশিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন! সংঘর্ষে মাথা ফাটলো নির্দল কর্মী সমর্থকদের

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন! সংঘর্ষে মাথা ফাটলো নির্দল কর্মী সমর্থকদের

আজ শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচন। রবিবার সকাল থেকেই উৎসবের মেজাজে পাহাড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ ভোট রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ রাজ্যের ৬ পুরসভার ৬ ওয়ার্ডেও। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়।

শিলিগুড়ি মহকুমা পরিষদে এবার মোট ভোটার সংখ্যা ৫লক্ষ ২৭ হাজার ৯৩৮জন। তার মধ্যে মহিলা ভোটার রয়েছে ২লক্ষ ৬৪হাজার ৪৬৭জন ও পুরুষ ভোটার রয়েছে ২লক্ষ ৬৩হাজার ৪৬৮জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৩জন ভোটার রয়েছে। এই নির্বাচনে ৩৮২টি ভোটকেন্দ্রে থাকছে ৬৫৭টি বুথ। যার মধ্যে ১০৩টি অক্সিলারি বুথ রয়েছে।  মোট ৫৩৭টি আসনে নির্বাচন হচ্ছে। যার মধ্যে ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসন ও মহকুমা পরিষদের ৯টি আসন ।

মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে সব জায়গায়। কেবল শিলিগুড়ির কাওয়াখালী ৩৬ নং বুথে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। সেখানে নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের  সংঘর্ষ বাধে। বচসা এবং হাতাহাতিতে মাথা ফেটেছে  নির্দল  সমর্থকদের। গুরুতর যখন বেশ কয়েকজন।  এলাকায় মোতায়েন বিশাল পুলিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments