Friday, May 3, 2024
Homeময়নাগুড়িMaynagui: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

Maynagui: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

ময়নাগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন এক পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে গভীর চিন্তায় থাকলেও জানিয়েছেন পরিবারের সদস্যদের। আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিলেন রাহুল রায় নামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এমনটাই দাবি মৃত যুবকের পরিবারের। এমনই ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের জল্পেশ স্কুল সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন এবং সোমবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাহুল রায় পড়াশোনায় মোটামুটি ভালো ছাত্র ছিলেন। কিন্তূ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি পরীক্ষা খারাপ হয়ে যায়। এতেই দুশ্চিন্তায় পড়ে যান। বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা আশ্বস্ত করলেও মানসিক ভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। রবিবার বাড়ির দোকানে বসার পর সন্ধ্যার আগে বাড়ির গরু আনতে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ। বাড়ির সদস্যরা বাজার সহ বিভিন্ন জায়গায় খুঁজলেও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরবর্তীতে বাড়িতে আসলে রান্নার লাকড়ি রাখার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন এবং সোমবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মৃত যুবকের কাকা গণেশ রায় বলেন, " ওর ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে। এইটা নিয়েই খুবই চিন্তায় ছিলো। বাড়িতেই বলছে আমরা তাকে বলছি এবার না হলে পরের বার আবার পরীক্ষা দিবি। এই বিষয় নিয়ে বন্ধুদেরকেও জানিয়েছিল। সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments