Malda – চকলেট বিস্কুটের লোভ দেখিয়ে এক নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ উঠল দুর সম্পর্কে আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর বেলা হবিবপুর থানার অন্তর্গত এলাকার। পরিবারের পক্ষ থেকে বুধবার রাত্রে হবিবপুর থানায় লিখিত অভিযোগ করে, এবং শাস্তি দাবি করে। অভিযুক্ত পলাতক, ঘটনার তদন্তে হবিবপুর থানার পুলিশ, জানা গেছে ওই নাবালিকা মেয়ে বুধবার দুপুরে বাড়ির পাশে দূর সম্পর্কের দাদুর ঝাঁটার কারখানার ঘরে পাশ দিয়ে গেলে দুর সম্পর্কের দাদু তাকে ডাকে এবং তাকে যৌন হেনস্থা করে এবং নাবালিকা মেয়েটির দাদুর হাতে কামড় দিয়ে বাড়ি পালিয়ে যায়। বুধবার বিকেলে বাবা-মা কাজ থেকে ফিরে আসলে সমস্ত ঘটনা জানায় এবং পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানা লিখিত অভিযোগ জানিয়েছে
Malda চকলেট, বিস্কুটের লোভ দেখিয়ে এক নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ।
চিঠি লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদের
ডিম খিচুড়ির বদলে আলু সেদ্ধ ভাত! দিনহাটায় আইসিডিএস সেন্টারে বিক্ষোভ
SSC উপদেষ্টা কমিটির আরও ২ সদস্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
More News- আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড
বহু বছর হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে চলেছেন পোলার্ড। কিন্তু চলতি আই পি এলে ক্যারিবিয়ান পাওয়ার হিটারের কুৎসিত ফর্ম মুম্বই ইন্ডিয়ান্স সংসারে তাঁর থাকা নিয়ে সংশয়ের মেঘ সৃষ্টি করে দিয়েছে। এখনও পর্যন্ত তো টুর্নামেন্টে ছ’টা ম্যাচ খেলে মাত্র ৮২ রান করেছেন পোলার্ড! সর্বোচ্চ ২৫! ব্যাটিং গড় ১৬.৪০! শোনা যাচ্ছে, আগামী ট্রেডিং উইন্ডোয় নাকি চৌত্রিশ বছরের পোলার্ডকে ছেড়ে দেওয়া নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মুম্বই। আসলে গত আইপিএল নিলামের আগে ছ’কোটি টাকা দিয়ে পোলার্ডকে ‘রিটেইন’ করেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরার সঙ্গে। যে কারণে নিলামের সময় খুব বেশি অর্থ পড়ে ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। নিটফল– ট্রফি জেতার মতো টিম এবার করতে পারেন নি রোহিত শর্মারা। এখনও পর্যন্ত ছ’টা ম্যাচ খেলে ছ’টাতেই হেরেছে মুম্বই। আজ, বৃহস্পতিবার মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলে আই পি এলের মাঝ পর্বেই টুর্নামেন্ট থেকে মোটামুটি বিদায় ঘোষণা হয়ে যাবে মুম্বইয়ের। Continue Reading