Wednesday, May 8, 2024
HomeBreaking newsBudget 2023: আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারমনের, ৬৬℅ বৃদ্ধি

Budget 2023: আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারমনের, ৬৬℅ বৃদ্ধি

Budget 2023 PM Awas Yojana: 2023 বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে 1 ফেব্রুয়ারি পেশ করলেন কেন্দ্রীয় বাজেট। এদিনের বাজেটে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

নির্মলা সীতারমন এ প্রসঙ্গে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় 66% বৃদ্ধি করা হচ্ছে। এরফলে এই প্রকল্পের ব্যয় হতে চলেছে 79,000 কোটি টাকারও বেশি। এদিন বাজেট পেশের সময়েই এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মূলধন বিনিয়োগের পরিধি 33% বাড়িয়ে 10 লাখ কোটি টাকা করা হচ্ছে, যা GDP-র 3.3% হবে।

পাশাপাশি, এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন দেশের অর্থনীতি রয়েছেন সঠিক রাস্তায়। গত 9 বছরে ভারতীয় অর্থনীতি 10 নম্বর স্থান থেকে উঠে এসেছে 5 নম্বর স্থানে।

বিস্তারিত আসছে…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments