Tuesday, April 30, 2024
HomeBreaking newsপেট্রাপোল সীমান্তে জঙ্গী সন্দেহে গ্রেফতার এক যুবক

পেট্রাপোল সীমান্তে জঙ্গী সন্দেহে গ্রেফতার এক যুবক

বনগাঁ পেট্রাপোল থেকে সন্দেহ ভজন এক যুবককে রবিবার রাতে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দিল অভিবাসন দপ্তর । আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পেট্রাপোল থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে পেট্রাপোল সীমান্ত দিয়ে রবিবার বাংলাদেশ যাচ্ছিল ওই যুবক । বাংলাদেশের বাসিন্দা সে । পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম । তার কাছ থেকে সন্দেহজনক কাগজপত্র উদ্ধার করেছে অভিবাসন দপ্তর । পুলিশ সূত্রে এও জানা যায় যে আনুমানিক ৭ থেকে ১০ দিন আগে ভারতে এসেছিল ওই যুবক । ২০২১ সালের পর থেকে বেশ বেশ কয়েকবার ভারতে এসেছিল সে । তার কাছ থেকে ভারত বিরোধী কার্যকলাপের নথি মিলেছে এমনটাই অভিযোগ । ওই যুবক কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । আজ সোমবার তাকে ১৪ দিনের নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পেট্রাপোল থানার পুলিশ ।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী অসীম কুমার দে জানিয়েছেন বাংলাদেশ বর্ডারে ইমিগ্রেশনের কাছে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার গতিবিধি বেশ সন্দেহজনক। পেট্রাপোল থানার পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন করেছে। তবে তার কাছ কী কী উদ্ধার হয়েছে তা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments