Monday, April 29, 2024
Homeজলপাইগুড়ি২০০ জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

২০০ জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

সানী রায়,জলপাইগুড়ি: এ যেন ভাঙ্গা গড়ার খেলা ।পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন ।আগামী ৮ই জুলাই হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। আর এর মধ্যেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন দল ছেড়ে বিভিন্ন দলের কর্মী সমর্থক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য ,এমনকি প্রধানকেও দলবদল করতে দেখা যাচ্ছে।

ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান যেন নিত্যদিনের ঘটনা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে ২০০ জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি গ্রাম প্রধান মমতা রায় সহ আরো চারজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে অঞ্চল সভাপতি বিরুদ্ধে অভিযোগ ওঠে বাধা প্রাপ্ত করার।

ঠিক সে সময়ে ঝার আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের সদস্যা মাম্পী গাইন আজ তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির দাবি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধেই প্রত্যেকে সরব হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments