Monday, April 29, 2024
Homeরাজ্যকি কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন না আপনি? দেখুন...

কি কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন না আপনি? দেখুন…

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়তে পারেন আপনিও। রাজ্য সরকারের তরফে দেওয়া ১৫টি শর্ত মানলে তবেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির সুযোগ। জেনে নিন শর্তগুলি …

নবান্নের তরফে জারি করা ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে (Pradhan Mantri Awas Yojana Conditions)-

  • পরিবারের কেউ অতীতে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি বা অন্য কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে, কোনও ভাবেই এ বারের প্রকল্পে সুযোগ পাওয়া যাবে না।
  • পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া সম্ভব নয়।
  • রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তা নির্বাচনের সময়ে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে নথিভুক্ত হওয়া জবকার্ড সবচেয়ে আগে যাচাই করতে হবে।
  • ডুপ্লিকেট বা ভুয়ো কার্ড পেলেই তা পোর্টালে লগ-ইন করে ব্লক করতে হবে। এর জন্য আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্রাণিবন্ধু, গ্রামীণ পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে। তাঁরাই ভুয়ো নাম চিহ্নিত করবে।
  • উপভোক্তার নাম চিহ্নিত করার সময়ে দেখতে হবে তাঁর পরিবারের কারও মাসিক আয় দশ হাজার টাকার বেশি কি না, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না, আয়কর বা বৃত্তিকর দেন কি না। সে ক্ষেত্রে আবেদনকারীর নাম বাদ পড়বে তালিকা থেকে।
  • ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতাসম্পন্ন কিষান ক্রেডিট কার্ড, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন থাকলেও আবেদন করা যাবে না।
  • উপভোক্তার যন্ত্রচালিত নৌকো, কৃষি সরঞ্জাম বা অন্য কোনও ধরনের গাড়ি, আড়াই একর বা তার বেশি কৃষিজমি, বাণিজ্যিক কাজে ব্যবহৃত অকৃষি জমি থাকলেও নাম বাদ পড়বে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments