Saturday, May 4, 2024
Homeশিলিগুড়িসুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতার উত্তরবঙ্গের লজ্জা, বললেন অশোক ভট্টাচার্য

সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতার উত্তরবঙ্গের লজ্জা, বললেন অশোক ভট্টাচার্য

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattarcharya) গ্রেফতারের ঘটনাকে উত্তরবঙ্গের লজ্জা বলে বর্ণনা করলেন প্রবীণ সিপিএম নেতা এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র (Siliguri Ex Mayor) অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)।  সোমবার তিনি বলেন, আমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যে সব ছাত্র দেশ বিদেশে ছড়িয়ে আছেন, তাঁরা মুখ দেখাব কেমন করে।  লোকে তো আমাদের দেখে ব্যঙ্গ করবে।  তিনি বলেন, একজন উপাচার্য দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন। এটা ভাবা যায়?

সিপিএম নেতা বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশ দুর্নীতিতে জড়িয়েছেন।  তা জানার পরেও কেন তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল, এর জবাব নুখ্যমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দিতে হবে।  তাঁর অভিযোগ, সুবীরেশের দুর্নীতির পিছনে মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের অনেক নেতা-মন্ত্রীর মদত আছে।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়ারাই বা লোকের কাছে মুখ দেখাবেন কেমন করে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments