Wednesday, April 24, 2024
Homeকলকাতাকলকাতা বইমেলার ব্যানারে নেতাজীর মৃত্যু দিবস! শুরু হল তুমুল হইচই এবং বিতর্ক

কলকাতা বইমেলার ব্যানারে নেতাজীর মৃত্যু দিবস! শুরু হল তুমুল হইচই এবং বিতর্ক

খাস বইমেলাতে ব্যানারে বড় বড় করে টাঙানো নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু দিবস! আর এই নিয়েই তুমুল হইচই।

শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি টুইট করেছেন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হল ১ এ টাঙানো একটি ব্যানার। যেখানে লেখা “নেতাজি সুভাষচন্দ্র বসু হল– নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্ম ১৮৯৭, ২৩ জানুয়ারি- মৃত্যু ১৮ অগাস্ট ১৯৪৫।” অর্থাৎ নেতাজির মৃত্যু তারিখও সেখানে উল্লেখিত রয়েছে। আর এই ছবি সামনে আসতেই কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “অপদার্থ! জেনে নাকি না জেনে? বইমেলায় গিল্ডের করা প্যাভিলিয়নে নেতাজির জন্মতারিখের সঙ্গে মৃত্যুর দিনও! তাহলে অন্তর্ধান রহস্যের সমাধান করে দিল গিল্ডই। অবিলম্বে এইসব সরানো হোক। আমরা নেতাজির অন্তর্ধান রহস্যের যথাযথ তদন্তের পক্ষে।” তাঁর এই টুইটেই স্পষ্ট তিনি পুরো বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ।

অন্যদিকে, বিষয়টি নিয়ে বইমেলার আয়োজক সংস্থা গিল্ডের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ উল্লেখ করা পোস্টের ছবি শেয়ার করে শুভেন্দু লেখেন, “আমি দেশদ্রোহিতা মামলায় অবিলম্বে বিষয়টির প্রেক্ষিতে পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এছাড়াও দেশপ্রেমী বাঙালির কাছে আবেদন জানাচ্ছি কলকাতা বইমেলা ততদিন পর্যন্ত বয়কট করুন যতদিন না পর্যন্ত এই ভুল শুধরে নেওয়া হচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments