Monday, May 6, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ককে পূর্নাঙ্গ রূপ দিতে তৎপর রাজ্য বনদপ্তর

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ককে পূর্নাঙ্গ রূপ দিতে তৎপর রাজ্য বনদপ্তর

শিলিগুড়ি:-

বেঙ্গল সাফারি পার্ককে পূর্নাঙ্গ রূপ দিতে তৎপর রাজ্য বন দপ্তর।এর আগেই বেঙ্গল সাফারি পার্কে সিংহ আনার কথা জানিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এবার সিংহের সঙ্গে আরও কিছু বাঘ,জিরাফ ও জেব্রা আনার কথা জানালেন বনমন্ত্রী।পাশাপাশি কেন্দ্র জু অথরিটি অনুমোদন দিলে পার্কের বাইরে বন দপ্তরের জমিতে বেশ কিছু কটেজ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর।বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্কে একথা জানান খোদ বনমন্ত্রী।এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলার বন আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন বনমন্ত্রী।পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব,শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষের সঙ্গেও উন্নয়নমূলক কিছু প্রকল্পের বিষয়ে পৃথক আরেকটি বৈঠক সারেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments