Sunday, April 28, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়ি ছট ব্রতী দের জন্য উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম এবং এসজেডিএ

শিলিগুড়ি ছট ব্রতী দের জন্য উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম এবং এসজেডিএ

শিলিগুড়িঃ
কালী পূজা শেষ হতেই শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি। তাই শিলিগুড়ি ছট ব্রতী দের জন্য উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে পুরনিগম ও এসজেডিএ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন ছট ঘাটগুলি কে সুন্দর করে তৈরি করে তাতে আলোর ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করেই এবছর শিলিগুড়ি মহানন্দা ছটঘাট গুলিকে তৈরি করে আলোর ব্যবস্থা করতে চলেছে পুরনিগম ও এসজেডিএ। রবিবার এই ঘাট নির্মাণের কাজ খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার।

ফের দামোদর নদের পাড়ের ঝোপ থেকে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার। রবিবার দামোদরের পাড়ে ঝোপের মধ্যে থেকে ওই মহিলার দেহটি উদ্ধার করেন পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার হৈবতপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। ফলে মহিলার পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। দেহটি পুড়ে যাওয়ায় মহিলার সঠিক বয়সও অনুমান করা যাচ্ছে না। তবে দেহটি এলাকার কারোর নয় বলেই স্থানীয়দের দাবি। দেহটির পাশ থেকে বেশ কয়েকটি দেশলাইয়ের বাক্স, জ্যারিকেনও উদ্ধার হয়েছে। ফলে বাইরে থেকে এনে এখানে পোড়ানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে হৈবতপুর এলাকায় দামোদর নদের পাড়ের ঝোপ থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষরা। কৌতূহলবশত তাঁরা ধোঁয়ার উৎস খুঁজতে ঝোপের কাছে যান। তখনই দেখা যায়, এক মহিলার নগ্ন দেহ পুড়ছে। ততক্ষণে অবশ্য দেহটির অধিকাংশ পুড়ে গিয়েছিল। এলাকার মধ্যে এরকম ঘটনায় সকলেই হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে জামালপুর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। তারপর জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments