Wednesday, May 1, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়িতে শিলান্যাস করতে এসে অসুস্থ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি

শিলিগুড়িতে শিলান্যাস করতে এসে অসুস্থ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি

শিলিগুড়ি:-

শিলিগুড়িতে শিলান্যাস করতে এসে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।এরফলে তার আজকের সব কর্মসূচি বাতিল করা হয়।দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট এর বাড়ীতে তিনি রয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেন,শহরের গতিবেগ কোথায় যেন হারিয়ে গিয়েছে।তাই পুরোনো গতিবেগকে ফিরিয়ে আনতে মাটিগাড়া থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত শুরু হতে চলেছে চার লেনের রাস্তা।’গোরক্ষপুর দিল্লি হয়ে শিলিগুড়ি পর্যন্ত গ্রীন এক্সপ্রেসওয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে সরাসরি যুক্ত করবে শিলিগুড়ির সঙ্গে।ফলে আর্থিক উন্নতির পাশাপাশি উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে।মাটিগাড়া থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত ১২ কিলোমিটার এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা।যার মধ্যে দুটো বড় সেতু,দুটো ছোট সেতু এবং ছটা আন্ডার পাস তৈরি হবে।ফলে মাটিগাড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য সময় লাগবে মাত্র দশ মিনিট।এছাড়াও সেবকের করনেশন ব্রীজের পাশে চার লেনের ব্রীজ তৈরী করা হবে।এই ব্রীজের জন্য তিন হাজার কোটি টাকা দেবে কেন্দ্র।এছাড়াও যানজট মুক্ত শিলিগুড়ি শহর গড়ে তোলার জন্য রিং রোড তৈরী করা হবে তারজন্য তিন হাজার কোটি টাকা দেবে কেন্দ্র।রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারের সাথে মিলে আমরা কাজ করব।রাজ্যের জনতা আমাদের দেশের জনতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments