Saturday, April 20, 2024
Homeরাজনীতিসংগঠন মজবুত করতে একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংগঠন মজবুত করতে একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বার বঙ্গ বিজয়ের পর থেকে তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত (North East India)। শোনা যাচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে অসমে (Assam) প্রার্থী দিতে পারে ঘাসফুল শিবির। নির্বাচনে জয় পেতে বিজেপিবিরোধী কার্যকর জোট গঠন দরকার। সেই উদ্দেশ্যে সে রাজ্যে সংগঠন মজবুত করছে তারা। এবার সংগঠন এবং জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতে একদিনের সফরে অসম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দলীয় সূত্রে খবর, ১১ মে অসম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে রিপুন বোরা, সুস্মিতা দেবের (Susmita Dev) সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই আবার রাজ্যে ফিরে আসার কথা তাঁর। আপাতত মেঘালয় যাচ্ছেন না অভিষেক। সে রাজ্যে সংগঠন গোছানোর দায়িত্ব রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞা। তিনি নিয়মিত যাতায়াত করছেন। সূত্রের খবর, মুকুল সাংমার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন তিনি। এদিকে রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments