Saturday, April 27, 2024
Homeমালদামালদা বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো ৬৭ তম বার্ষিক সাধারণ বাণিজ্যিক অধিবেশন

মালদা বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো ৬৭ তম বার্ষিক সাধারণ বাণিজ্যিক অধিবেশন

মালদা:মালদা:শনিবার দিন মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্স উদ্যোগে মালদা ‘বাণিজ্য ভবনে’ অনুষ্ঠিত হলো ৬৭ তম বার্ষিক সাধারণ বাণিজ্যিক অধিবেশন।এদিন মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের ফাউন্ডার মেম্বারের মুকুন্দ লাল সাহা’র প্রতিকৃতিতে মাল্যদান এবং অধিবেশন সভা কক্ষে প্রদীপ উজ্বলনের মধ্যদিয়ে বাণিজ্যিক অধিবেশন সভার কাজ শুরু হয়। এছাড়াও এদিন মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের প্রয়াত সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

বাণিজ্যিক অধিবেশনে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু,সম্পাদক উত্তম বসাক,প্রাক্তন সভাপতি অঞ্জন পাল,সহ সভাপতি মিলন সাহা,হরিশ্চন্দ্রপুর মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের সভাপতি পবন কেডিয়া, তুলশিহাটা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের প্রতিনিধি বিনোদ গুপ্তা সহ মালদা জেলার ৩০০ জন ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।এদিন বাণিজ্যিক অধিবেশনে মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু অধিবেশনে স্বাগত ভাষণ দেন,মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের সম্পাদক উত্তম বসাক ২০২১ -২০২২ সালেরচেম্বারের কার্যবিবরণী পাঠ ও আলোচনা করেন এবং মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্সের কোষাধক্ষ্য হিমাদ্রী শেখর ২০২১ -২০২২ সালের চেম্বারের আয় ও ব্যয়ের হিসাব পেশ এবং আলোচনা করেন।এছাড়াও এদিন এই বাণিজ্যিক অধিবেশনে জেলার কিছু ব্যাবসায়ীরা তাদের ব্যবসা করতে অসুবিধার কথা তুলে ধরেন এবং সভাপতি জয়ন্ত কুণ্ডু সমস্যা সমাধানের আশ্বাস দেন। হরিশ্চন্দ্রপুর এলাকার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করেন মালদা মার্চেন্ড চেম্বার্স ওফ কমার্স।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments