Thursday, April 18, 2024
Homeকোচবিহারপেট্রোলপাম্পে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগ,পাম্প বন্ধের দাবি জানিয়ে সরব স্থানীয়রা

পেট্রোলপাম্পে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগ,পাম্প বন্ধের দাবি জানিয়ে সরব স্থানীয়রা

বৃহস্পতিবার মাথাভাঙা ১ ব্লকের শিকারপুর সংলগ্ন একটি পেট্রোলপাম্পে ভেজাল পেট্রোল বিক্রি অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। পাম্প বন্ধ করার দাবি জানিয়ে সরব হয় স্থানীয়রা । বৃহস্পতিবার সকালে শিকারপুরের একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর একাধিক গাড়িতে সমস্যা দেখা দেয় ।
বাইক চালক জীবন সিংহ জানান ওই পাম্পে তেল ভরিয়ে কিছুদুর যাওয়ার পর হটাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় । শ্যামল বর্মনেরো একই অভিজ্ঞতা। তিনি জানান সম্প্রতি তিনি একটি নতুন বাইক কিনেছেন। এদিন ওই পাম্পে বাইকে তেল ভরানোর পর বাইকের স্টার্টে সমস্যা হয়। বাইকটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গেলে গ্যারেজের মিস্ত্রি জানান পেট্রোলে জল মেশানো থাকায় এই সমস্যা হয়েছে। অন্য গ্রাহকেরাও একই অভিযোগ করেন। এরপরই স্থানীয়রা পাম্প বন্ধের দাবিতে সরব হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তারা। স্থানীয়দের দাবী যতক্ষন ওই পেট্রোল পাম্পের তেল এক্সপার্ট দ্বারা পরীক্ষা না হচ্ছে ততক্ষণ বন্ধ রাখতে হবে পেট্রোল পাম্প।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments